কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রিত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে সুসংগঠিত হচ্ছে। নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আরকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিল নামে নতুন একটি রাজনৈতিক দলও গঠন করেছে তারা। রোহিঙ্গা জনগোষ্ঠীদের অধিকার আদায়ের লক্ষ্য এ রাজনৈতিক দলের আর্বিভাব।
মিয়ানমারের অভ্যন্তরীণ প্রতিনিধি, শরনার্থী শিবিরের নেতৃবৃন্দ ও বৈশ্বিক প্রবাসী রোহিঙ্গা নেতৃবৃন্দকে নিয়ে ১০০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রয়েছেন ৪০ জন। বাকী ৬০ জন সদস্য।
নতুন রাজনৈতিক দল গঠনকে রোহিঙ্গা জনগোষ্ঠীরা ভালো উদ্যোগ বলে অভিহিত করছেন। তারা দ্রুত মিয়ানমারে ফিরে যেতে চান। প্রায় আট বছর পার হলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারের ফিরে যাননি। উল্টো, গত এক মাসে আরো দেড় লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।
উখিয়ার স্থানীয়রা বলেছেন, রোহিঙ্গাদের কারণে নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছি। মিয়ানমারের ফিরে যেতে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে বলে শুনেছি।
এ ব্যাপারে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আলম বলেন, রোহিঙ্গাদের দাবী দাওয়া পূরণের জন্য নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে বলে শুনেছি। তবে বিস্তারিত তথ্য জানি না।
একই ক্যাম্পের রোহিঙ্গা নেতা নুর মোহাম্মদ বলছেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে ইচ্ছুক। তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর নাহার বলেন, নিজ দেশে গিয়ে মরতে চাই। এখানে আর ভালো লাগে না।