spot_img
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
HomeArchitecture‘ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র-ইউরোপ

‘ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র-ইউরোপ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইউরোপ। রোববার (১২ মে) এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইস্তাম্বুলে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, যুদ্ধ বন্ধ হোক, তা কখনোই চায়নি ইসরায়েল। সেকারণে হামাস যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আপোষ ও ইতিবাচক সাড়া দেয়ার পরও হামলা চালিয়ে যাচ্ছে তারা। হত্যা করছে সাধারণ মানুষকে।

পশ্চিমাদের তীব্র সমালোচনা করে এরদোগান বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু সরকারের প্রতিক্রিয়া ছিল রাফার নিরীহ জনগণের ওপর হামলা। এমন আচরণের পরও কি তারা কঠোর কোনো পদক্ষেপ দেখেছে? না। ইউরোপ বা আমেরিকা কেউই উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখায়নি, যা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ তৈরি করতে পারে। তারা তেল আবিবের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার গণহত্যার অভিযোগ তুলেছেন এরদোগান। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) তেল আবিব বিরোধী মামলায় অংশ নেয়ার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেন দেশটির সঙ্গে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments