বরিশালের উন্নয়নে রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল বিভাগ সমিতির নেতারা।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বরিশাল সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
বরিশাল সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন ফোরকানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন (অবসরপ্রাপ্ত)।
এছাড়া বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় অধ্যাপক একে আজাদ, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহাজান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বরিশালের উন্নয়নের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। যার যার অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ভোলা বরিশাল সেতু নির্মাণ, ভাঙ্গা-বরিশাল চারলেন সড়ক, পায়রা বন্দরকে গতিশীল এবং ভোলার গ্যাসকে দক্ষিণাঞ্চলের শিল্প বিপ্লবে কাজে লাগানোর জন্য কাজ করতে হবে।