বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩২৯ জন।
রোববার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৬৭ জন ও পাথরঘাটায় ৬ নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৫২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১১৯ জন, আমতলী উপজেলায় ২ জন, বেতাগী ৩, বামনায় ৯ জন, পাথরঘাটায় ১৩ জন এবং তালতলী উপজেলায় ৬ জন চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৩ হাজার ৭৩১ জন, তালতলী উপজেলায় ৮৭ জন, বামনা উপজেলায় ১৫২ জন, বেতাগী উপজেলায় ৪৭ জন, আমতলী উপজেলায় ৫০ জন এবং পাথরঘাটা উপজেলায় ২৬২ জন আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২৮ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।