ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সে লাশের সঙ্গে থাকা পাঁচ স্বজন আহত হয়েছেন।
রোববার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আহতদের বরাতে জানান, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকায় যাচ্ছিল অ্যম্বুলেন্সটি। কিন্তু পথে বেপরোয়া গতিতে লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পরে। এতে মরদেহের সঙ্গে থাকা পাঁচজন আহত হন। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের বরাতে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, অ্যাম্বুলেন্স চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। এ সময় মরদেহের সঙ্গে থাকা স্বজনরা তাকে নিরাপদস্থানে গাড়ি পার্ক করার জন্য বলেন। প্রয়োজনে পরের দিন (সোমবার) সকালে রওনা হওয়ার কথা বলেন তারা। কিন্তু চালক তাদের কথা না শুনেই ঘুম চোখে অ্যাম্বুলেন্সটি চালিয়ে যাচ্ছিলেন। পরে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি উল্টে পড়ে।