বরিশালের গৌরনদীতে বজ্রপাতে জুয়েল হাওলাদার (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বার্থী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে এবং পেশায় একজন ট্রাক্টর চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল হাওলাদার কুদ্দুচ লস্করের মালিকানাধীন ট্রাক্টর চালিয়ে বার্থী গ্রামের ব্যবসায়ী লিটন বেপারীর বাড়ির পাশে জমিতে চাষ করছিলেন।
এ সময় আকাশ মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় হালকা বৃষ্টি। বৃষ্টির মধ্যে তিনি ট্রাক্টর চালিয়ে মালিকের বাড়ির দিকে ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে জুয়েল গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।