spot_img
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
HomeArchitectureসহিংসতার মামলায় ঢাকায় ২ দিনে আটক ১,১১৭ জন

সহিংসতার মামলায় ঢাকায় ২ দিনে আটক ১,১১৭ জন

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংতার ঘটনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

দুই দিনে শুধুমাত্র রাজধানী ঢাকা থেকেই ১,১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

ডিএমপি’র মিডিয়া শাখার ডিসি গোলাম ফারুক বিবিসি বাংলাকে বলেন, ‘সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে ৬০১ জনকে, বাকিদের গ্রেফতার রোববার”।

গ্রেফতারকৃতদের রাজধানীর বিভিন্ন থানা থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন ঢাকার সিএমএম আদালতে গিয়ে দেখতে পান, ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে গ্রেফতাকৃতদের আদালতে আনা হচ্ছে।তাদের অনেককে রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আবার গ্রেফতারকৃত কোনো কোনো ব্যক্তিকে রিমান্ডে নিচ্ছে পুলিশ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় নানা অভিযোগে মামলা করেছে পুলিশ। সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে বলে রোববার পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র : বিবিসি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments