থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বাজারে আজ সোমবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজনকে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, ব্যস্ত বাজারে গুলি চালিয়ে আত্মহত্যা করা বন্দুকধারীসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
ব্যাংককের হাসপাতালগুলোর তদারকিকারী এরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্রের মতে, নিহত ছয়জনের মধ্যে বাজারে কর্মরত চারজন নিরাপত্তারক্ষী, একজন নারী এবং বন্দুকধারী রয়েছেন।
থাই রাজধানীর জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র চাতুচাক বাজার থেকে অল্প দূরে অবস্থিত ওর টর কোর মার্কেটে এই হামলা চালানো হয়েছে।
ব্যাংককের বাং সু জেলার উপ-পুলিশ প্রধান ওরাপাত সুকথাই ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, “হামলার উদ্দেশ্য তদন্ত করছে পুলিশ। এখনও পর্যন্ত এটি একটি গণহত্যা।”
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীও আত্মহত্যা করেছে।
উপ-পুলিশ প্রধান আরো বলেছেন, তারা এই গণহত্যার সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বর্তমান সীমান্ত সংঘর্ষের ‘কোনো সম্ভাব্য যোগসূত্রের জন্য’ তদন্ত করছেন।