ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ২য় তলার কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় ডাকসুর সকল রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৩০ জুলাই, খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা হবে ৬ আগস্ট ২০২৫, বিকাল ৪টা পর্যন্ত।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১১ আগস্ট বিকাল ৪টা অবধি ।
মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২-১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৯ আগস্ট ২০২৫ বিকাল ৩টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই হবে ২০ আগস্ট ।
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়।