মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পরিচয় খুঁজছে হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ও পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজ্ঞাত ওই ব্যক্তি। তার পরিচয় শনাক্তের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
হাসপাতাল থেকে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি বিদ্যুৎকেন্দ্রের পাশ থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ঘোষালকান্দি গ্রামের এক ভ্যানচালক। এ সময় তিনি জ্ঞানহীন অবস্থায় ছিলেন, কোনো কথা বলতে পারেনি। পরে তাকে গুরুতর অবস্থায় ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে পরিচয় না পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা সম্ভব হয়নি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মাথার পেছনের দিকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে দেওয়া হচ্ছে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঢাকা পোস্টকে বলেন, গতকাল সন্ধ্যায় মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এক ভ্যানচালক। পরে চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসক। আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কিন্তু এখনো পর্যন্ত নিহত অজ্ঞাত ব্যক্তির কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি গোপালগঞ্জ থানা, মুকসুদপুর থানা, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ি ও ভাঙ্গা হাইওয়ে থানায় জানানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তি কারো না কারো বাবা, ছেলে, ভাই অথবা স্বামী। সংবাদ প্রচারের মাধ্যমে আপনারাও অজ্ঞাত ব্যক্তির পরিচয় খুঁজে পেতে আমাদের সহযোগিতা করুন।