ইতালির রোমে প্রথমবারের মতো রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন করা হয়েছে। শনিবার (২ আগস্ট)
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষ্যে সরকার কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি, আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নবযাত্রায় যুবসমাজের অনন্য অবদানকে তুলে ধরা হয়।
সকাল সাড়ে ৯টায় অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস রোমে এ দিবসটি পালন করা হয়।ইতালিতে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও কমিউনিটির নেতারা দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। বক্তারা একটি বৈষম্যহীন উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীরা তাদের স্বার্থ সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্রদূত ধন্যবাদ জানান।
এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অনবদ্য অবদান সম্পর্কে তিনি আলোকপাত করেন। অন্তর্বর্তী সরকারের গত এক বছরে প্রবাসীবান্ধব বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ তিনি তুলে ধরেন।
রাষ্ট্রদূত বলেন, সরকার অভিবাসী কর্মীদের প্রবাসে ও প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতালিতে বসবাসরত প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত রফিকুল হক।