বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন জামায়াত নেতার বিদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমি মালিক জামাল হোসেন
হাওলাদার।
জানা গেছ, উপজেলার চাঁদচাঁ পাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডেরর্ডে বাসিন্দা জামাল হোসেন হাওলাদারের চাচাতো ভাই পার্শ্ববর্শ্বর্তী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন জামায়াতের
রোকন আব্দুসব্দু সালাম আজাদী রাতের আঁধা আঁ রে অন্যের জমিতে ঘর উত্তোলন করে দখলে নেয়। এমনকি দলীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা দিয়ে জমি মালিককে ওই
এলাকায় ঢুকতে দিচ্ছে না।
জামাল হোসেন হাওলাদার বলেন, আমার বাবা মৃতমৃ মতিউর রহমান ২০০৩ সালে চাঁদচাঁ পাশা মৌজার ৪০৭নং খতিয়ানে ১০ শতাংশ জমি য় করে। ওই জমিতে আমরা বিভি
গাছ রোপণ করে বাড়ি করার পরিকনা করেছি। আমার চাচাতো ভাই ১১ জুলা জু ই ভোর রাতে আমাদের য়কৃত জমি লোকজন নিয়ে দখলে নেন এবং রাতেই সেখানে ঘর
তোলেন। ধুঘরই তুলেনি তিনি আমাদের রোপণ করা গাছলো কেটে ফেলেছেন।
জামাল বলেন, সর্বশের্ব ষ ঘটনাসহ থানায় মোট পাঁচপাঁটি অভিযোগ দেওয়া হয়েছে। কি আমার চাচাতো ভাই জামায়াতের লোক হওয়ায় ভয়ে কেউ সহায়তা করছে না। তিনি
দলীয় ভাব কাজে লাগিয়ে আমাদের জমিতে যেতে দিচ্ছে না। আমাকে কাশ্যে বিভি মকি দিচ্ছে।
অভিযু জামায়াত নেতার বব্য পাওয়া না গেলেও তার ছেলে মো. মুজাহিদ বলেন, আমাদের অন্য জায়গার জমি জামাল হোসেনরা দখল করে রেখেছে। সেই জমি তারা
ছাড়ছে না তাই আমরা তাদের জমিতে ঘর তুলেছি। আমাদের জমি ছেড়ে দিলে আমরাও জমি ছেড়ে দেব।
অভিযোগের তদ কর্মকর্ম র্তা মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শকর্শ (এসআই) ইদ্রিস আলী বলেন, অভিযোগের বিষয়ে বৈঠকের কথা ছিল। তবে আমাদের
থানা এলাকায় আলোচিত একটি হত্যাকা নিয়ে আমরা ব্য থাকায় বসা হয়নি। পরবর্তী সময়ে আমরা অভিযোগ নিয়ে তদন্তে বসব।
সূ:ঢাকা পো।
সর্বশেষ
- কী আছে জুলাই ঘোষণাপত্রে
- প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি
- নির্বাচনে রেমিট্যান্স যোদ্ধাদের অংশগ্রহণ নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে ইসি: প্রধান উপদেষ্টা
- সাতক্ষীরায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ১৫
- আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা
- গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বর্ষপূর্তিতে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু
- আশুগঞ্জ এসিল্যান্ডকে এনসিপি নেতাদের হুমকি, থানায় জিডি
- টিএসসিতে শিবিরের অনুষ্ঠানে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি, শিক্ষার্থীদের ক্ষোভ
মঙ্গলবার, আগস্ট ৫