মিজানুর রহমান মুন্সী
বিপ্লব মানে হল ———–
বিপ্লব (Revulation)
# পুরোনো ব্যবস্থা বা পদ্ধতির পরিবর্তন, যা সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে এবং সমাজের কাঠামোকে সম্পূর্ণভাবে বদলে দেয়।
#কোনো প্রচলিত প্রথা বা নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ, যা সমাজের গভীরে পরিবর্তন নিয়ে আসে।
#রাজনৈতিক ক্ষমতা বা সামাজিক কাঠামোর দ্রুত ও মৌলিক পরিবর্তন।
উদাহরণস্বরূপ, কোনো দেশে রাজনৈতিক বিপ্লব হলে পুরনো সরকার উৎখাত হয়ে নতুন সরকার গঠিত হতে পারে। যেটা হাসিনার সরকারের হয়েছে। তাই এই বিপ্লব পরবর্তী সরকার বিপ্লবী সরকার নামে খাওয়া উচিত ছিল।
গণঅভ্যুত্থান মানে হল———
গণঅভ্যুত্থান হল জনগণের ব্যাপক অংশগ্রহণে সংঘটিত একটি আন্দোলন, যা সাধারণত রাজনৈতিক বা সামাজিক পরিবর্তনের লক্ষ্যে হয়ে থাকে। এটি একটি স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ যা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন বা সংস্কারের জন্য পরিচালিত হয়।
গণঅভ্যুত্থান (Mass Uprising/People’s Uprising) শব্দটি দ্বারা সাধারণত জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে সংঘটিত একটি রাজনৈতিক বা সামাজিক আন্দোলনকে বোঝায়। এই ধরনের আন্দোলনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন বা সংস্কারের জন্য চাপ সৃষ্টি করে।
উদাহরণস্বরূপ, বাংলাদেশে ১৯৬৯ সালের উনসত্তরের গণঅভ্যুত্থান একটি উল্লেখযোগ্য ঘটনা, যেখানে তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন সাধিত হয়েছিল।
সে ক্ষেত্রে জুলাই আগস্ট এর আন্দোলন কোন গণঅভ্যুত্থল ছিলনা। হাসিনার রেজিম এর পরিবর্তন গণঅভ্যুত্থানের সংজ্ঞায় পড়ে না। তাই এই সরকারকে ইন্টেরিয়ার গভমেন্ট বলা ভুল।
১৯৭১ সনে পুর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়েছে কিন্তু স্বাধীন বলা যাবেনা কারন বর্তমান বাংলাদেশ ( তৎকালীন পুর্ব পাকিস্তান) ভৌগোলিক পরিবর্তন হলেও রাষ্ট্র ব্যাবস্থা ছিলো দিল্লি নিয়ন্ত্রিত। সে হিসাবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র কাগজে কলমে বলা হয়েছে, মুলত স্বাধীন নয়। সেই পরাধীনতার শিকল ভেঙে আমরা মুক্ত হতে চেষ্টা করেও বারবার হোচট খেয়েছি ।
জুলাই বিপ্লবে ভারতের এজেন্ট পালিয়ে গেলেও আমরা বিপ্লবি সরকার না করে ইন্টোরিয়ার গভমেন্ট নামে সরকার করেছি। যে কারনে বর্তমান রাজনৈতিক সংকট চরমে।
১৯৭১ সনে যদি ভারতের এজেন্টদের ক্ষমতায় না বসানো হত তা হলে স্বাধীন বাংলাদেশ বলা যেত। তাই আমি মনে করি ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় নাই।
এবার যদি জুলাই আন্দলনে বিপ্লবি সরকার হত তা হলে স্বাধীন বাংলাদেশের সূচনার রাস্তা খোলা হত।
তাই যারা ১৯৭১ কে স্বাধীন বলেন কিংবা ২৪ জুলাই আগষ্ট পরবর্তী সময়কে দ্বিতীয় স্বাধীন বলেন তারা কোন যুক্তিতে বলেন আমার বোধগম্য নয়। ১৯৭১ সালে যদি আমরা স্বাধীন ধরি তাহলে এই ভূখণ্ড পরবর্তীতে কারা দখল করেছিল? দ্বিতীয় প্রশ্ন ২৪ শে জুলাই আগস্টে আমরা কি মানচিত্রের লড়াই করেছিলাম? তাহলে ২৪ শে জুলাই আগস্ট এর পরবর্তী সময়কে দ্বিতীয়বার স্বাধীন বলা হয় কেন?
আবার ১৯৭১ সালে ৩০ লক্ষ মা বোনের আত্মত্যাগের মাধ্যমে এক রক্ত স্নাত যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তন এনে আমরা আলাদা হয়েছি। এক্ষেত্রে যদি ১৯৭১ সালকে কেউ স্বাধীনতা বলতে কিংবা ২৪ এর জুলাই আগস্ট এর বিপ্লবে চৌদ্দশত লোকের আত্মত্যাগে রেজিম এর পরিবর্তন করে ৭১ এর কবর রচনা করতে চায় তাহলে আগামী প্রজন্ম আসল ইতিহাস থেকে বঞ্চিত থাকবে।