কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা ও ধর্ষনসহ ১০টি মামলার আসামী মো. সবুজ মৃধা-(৩২)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবুজ মৃধা কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে। সবুজ মৃধাকে পলাতক অবস্থায় ঢাকার মিরপুর এলাকা থেকে র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা।
মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, মানব পাচারকারী চক্রের মূলহোতা ও ধর্ষন, মানবপাচার, বিস্ফোরকসহ ১০টি মামলার আসামী মো. সবুজ মৃধাসহ বেশ কয়েকজন মিলে লিবিয়া ও মালয়েশিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। এবং ওই চক্রের মূলহোতা মো. সবুজ মৃধা উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের এক নারীকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন। পরে ওই নারী তার পরিবারের সহযোগীতায় দেশে ফিরে এসে মো. সবুজ মৃধাসহ বেশ কয়েকজনকে আসামী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী। এ মামলার ঘটনায় র্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে পলাতক অবস্থায় সবুজকে গ্রেফতার করেন।
মামলার বাদি ওই নারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমাকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন সবুজ মৃধা। পরে আমি দশে এসে তার বিরুদ্ধে মামলা করেছি। আমি সবুজের বিচার দাবি করছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, আটককৃত সবুজ মৃধার বিরুদ্ধে মানবপাচার, ধর্ষন, বিস্ফোরক, সি.আর ও অন্যান্য মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। আমরা বাকি আসামীদেরকেও গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।
সর্বশেষ
- দিনাজপুরে খেলনা ভেবে গ্রেনেডে লাথি
- তারেক রহমান বাংলাদেশে কোন বৈষম্য দেখতে চায় না- খোকন তালুকদার
- নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানিয়ে দিল ইসি
- যাত্রাবাড়ি থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার
- গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
- গৌরনদীতে ভুয়া জন্মসনদেও রক্ষা পেল না বাল্যবিয়ে, নববধূছাড়া ফিরল বরযাত্রী
- মুলাদীতে মেয়ের মৃত্যুশোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু
- বরিশালে সাদিক আবদুল্লাহর বাধায় বন্ধ, আইএলএসটি প্রকল্পের কাজ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪