রাজবাড়ীর পাংশা পৌরসভার পারনারায়ণপুর এলাকায় স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যাওয়া ও পরিবারের চাপ সইতে না পেরে এক যুবক ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন।
রোববার (১৭ আগস্ট) বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ফেসবুক লাইভে এসে বিষপান করেন হৃদয় মণ্ডল (২০) নামের ওই যুবক।
হৃদয় মণ্ডল জানান, তার সঙ্গে একই এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে দীর্ঘ প্রায় ২-৩ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে এবং বয়স ১৪ বছর বলে জানা গেছে।
হৃদয়ের দাদি জানান, তারা সম্পর্ক মেনে নিতে প্রস্তুত ছিলেন। তবে মেয়ের পরিবার জোর করে মেয়েকে নিয়ে গেছে। এখনও মেয়েকে দিলে তারা বিয়ে মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, হৃদয় সুস্থ হয়ে রাতে নিজ বাড়িতে ফিরে গেছে।”