বরিশালের মুলাদীতে বাবার কথায় দুই ভাই মিলে আরেক ভাইয়ের দুই চোখ তুলে নিয়েছেন বলে অভিযোগ
উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর
বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবক হলেন- সিরাজুলজু ইসলাম ওরফে রিপন ব্যাপারী (৩৬)। তিনি আশেদ ব্যাপারীর সেজো ছেলে।
পুলিশ জানায়, রিপনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ও ছিনতাইয়ের ৮টি মামলা রয়েছে। এ ছাড়া মুলাদী
থানায় হত্যা মামলাসহ তাঁরতাঁ বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা রয়েছে।
পরিবার ও স্থানীয়রা বলছে- চুরি, ছিনতাই করে জমানো ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণা লং র্ণা কার মেজো ভাই রোকন
ব্যাপারীর কাছে গচ্ছিত রেখেছিলেন রিপন। এই টাকা, স্বর্ণ ফের্ণ রত চাইলে ভাইদের সঙ্গে বিরোধ বাধে তাঁর।তাঁ এ
নিয়ে ঝগড়াঝাঁটিঝাঁ র একপর্যা য়ের্যা বাবা আশেদ ব্যাপারী রাগের মাথায় রিপনকে মারধর করে চোখ তুলে ফেলার কথা
বলেন। বাবার এমন কথা শুনে রোকন ও স্বপন মিলে রিপনকে মারধর করে এবং দুই চোখ তুলে ফেলেন।
সাহেবেরচর গ্রামের বাসিন্দা এনামুল হক জানান, রিপন ব্যাপারী পরিবার নিয়ে ঢাকায় থাকে। তিনি বিভিন্ন সময়ে
চুরি, ছিনতাই ও প্রতারণা করে মানুষের টাকা ও স্বর্ণা লং র্ণা কার হাতিয়েছেন।
এই টাকা ও স্বর্ণ মের্ণ জো ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখতেন বলে দাবি করে আসছিলেন রিপন। প্রায়
তিন মাস আগে রিপন ব্যাপারী তার ভাইয়ের কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণা লং র্ণা কার ফেরত চান। ওই সময় রোকন
ব্যাপারী ফেরত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কলহ হয়। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিস বৈঠকও
হয়েছে।
রিপনের বড় ভাই খোকন ব্যাপারী বলেন, গতকাল শুক্রবার বিকেলে রিপন ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি
মেজো ভাই রোকন ব্যাপারীর কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে দুই ভাইয়ের মধ্যে কথা-
কাটাকাটি হয়। রাত ১১টার দিকে রিপন বাড়ি ফিরলে আবার তাঁদেতাঁ র মধ্যে ঝগড়া হয়। একপর্যা য়ের্যা তাঁরতাঁ বাবা
আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করে চোখ তুলে ফেলার কথা বলেন। বাবার কথা শুনে রোকন ও
স্বপন মিলে রিপনকে মারধর করে এবং দুই চোখ তুলে ফেলে।
সর্বশেষ
- মাদকের কাছে হেরে যাবে রাজনীতি, সমাজনীতি, প্রশাসন
- লিবিয়া থেকে দেশে ফিরল ৩০৯ বাংলাদেশি
- ‘তারেক রহমান দেশে ফিরছেন নভেম্বরেই’
- লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষ
- যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, থানার ভেতর জয় বাংলা স্লোগান
- সুদের টাকা আদায়ে বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আটক
- আ’লীগহীন নির্বাচনে বিএনপি ভোট পাবে ৪৫, জামায়াত ৩৩ শতাংশ!
- বরিশালে ডেঙ্গুর দ্বিতীয় ঢেউ, বাড়ছে উদ্বেগ
বুধবার, নভেম্বর ৫

