নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে । এই বিশ্বকাপের জন্য আজ শনিবার (২৩ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নারী বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। তবে দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। উইকেটরক্ষক ব্যাটসম্যান রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটসম্যান সুমাইয়া আক্তারের ওপর আস্থা রেখেছে বিসিবি।
চলতি বছরের শুরুতে ওমেন্স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সুমাইয়া আক্তার। সেই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন অফ স্পিনার নিশিতা আক্তার নিশি। আট মাস পর দুজনই পা রাখতে চলেছেন মূল বিশ্বকাপের মঞ্চে! আইসিসি ওমেন্স ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সি সুমাইয়া ও ১৭ বছর বয়সি নিশিতা। উঠতি দুই ক্রিকেটারের সঙ্গে দলে ফিরেছেন রুবাইয়া হায়দার ঝিলিক।
মজার ব্যাপার হলো, দেশের ক্রিকেটে রুবাইয়ার বিচরণ অনেক দিন হলেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি এই কিপার-ব্যাটারের। সুমাইয়া একটি ওয়ানডে খেলে ফেলেছেন গত মার্চে অস্ট্রেলিয়া হয়ে, নিশিতা দুটি ওয়ানডে খেলেছেন ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে। রুবাইয়া অবশ্য ৬টি টি-টোয়েন্টি খেলেছেন দেশের হয়ে।
এই তিনজনকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ওমেন্স উইংয়ের প্রধান নির্বাচক সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ,‘ রুবাইয়া জায়গা অর্জন করে নিয়েছে কঠোর পরিশ্রম দিয়ে। গত ছয় মাসে তার উন্নতি অসাধারন। রিজার্ভ কিপার ও ব্যাক আপ ওপেনার হিসেবে তাকে মূল্যবান বিকল্প হিসেবে দেখছি আমরা।’
“নিশিতার বয়স এখনও কম, তবে তার বোলিং অনেক পরিণত। সে ধারাবাহিক, চাপের মধ্যে স্থির থাকে এবং বাঁহাতি ব্যাটারদের আটকে রাখার ক্ষমতা তাকে এগিয়ে দিয়েছে। সুমাইয়া কিছুদিন ধরেই দুয়ারে কড়া নামছিল। ক্রিজ আঁকড়ে রাখা ও প্রয়োজনে সময় গতি বাড়ানোর ক্ষমতা তার আছে। তার স্কিল সেট ও ফিল্ডিং দিঙে টপ অর্ডারে অলরাউন্ড একটি বিকল্প জোগান দিচ্ছে সে।”
তাদেরকে জায়গা দিতে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম। এছাড়া দলের নিয়মিত অন্যরা আছেন যথারীতি। ভারত ও শ্রীলকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ। আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে দল। সেখানে ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। এরপর গুয়াহাটিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড, বিশাখাপাত্নামে লড়াই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে, মুম্বাইয়ে লড়াই শ্রীলংকা ও ভারতের বিপক্ষে। এবার নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপে নিউ জিল্যান্ডে সাত ম্যাচে একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ নারী ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।