মাদারীপুরে ২০ মামলার আসামী আন্তজেলা ডাকাত দলের শীর্ষ সরদার মো. কালু হাওলাদার (৪০)-কে বুধবার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুরি গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কালু হাওলাদার ওই গ্রামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, কালু হাওলাদারের বিরুদ্ধে ২০টি ডাকাতি মামলা ছাড়াও একাধিক অস্ত্র মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জেলায় সন্ত্রাস ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। কালু হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।