spot_img
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
Homeকালকিনিতে কবরস্থান থেকে ২০টি হাত বোমা উদ্ধার।

কালকিনিতে কবরস্থান থেকে ২০টি হাত বোমা উদ্ধার।

রিপোর্টার :- আবির হাসান পারভেজ :

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা এলাকার পাতাবালি থেকে ২০টি হাত বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার বিকালে এ হাত বোমা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মো: হুমায়ুন কবীর।

পুলিশ সূত্রে জানাযায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে পৌরসভার ২নং ওয়ার্ড পাতাবালি এলাকায় সামসুল হক বেপারীর পারিবারিক কবর স্থান থেকে দুইটি বালতি ভরা ২০টি হাতবোমা উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

কালকিনি থানার ওসি মো: হুমায়ুন কবীর এর নেতৃত্বে সেকেন্ড অফিসার মশিউর রহমান নয়ন, এস.আই মাহমুদ হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালকিনি থানার ওসি মো: হুমায়ুন কবীর বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments