মাদারীপুরে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজন চলে।
সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে গণপূর্ত অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদারীপুর সরকারি কলেজের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম লিটু। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সর্দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি বিএম আরিফুল ইসলাম দুলাল এবং পৌর যুবদলের সভাপতি মো. বাশার মাতুব্বর।
এছাড়াও জেলার পাঁচটি উপজেলায় পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

