বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেন, ওয়ান ইলেভেনে যারা বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের মীরজাফরের মতো প্রত্যাখ্যান করতে হবে। আগামী নির্বাচনে কোনো বিশ্বাসঘাতক বা মোনাফেককে সুযোগ দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, মাদক, দখলদার ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে তাদের সরাতে হবে। আজকের দমন-পীড়নের সময়ে তারেক রহমান শুধু নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতীক ও নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
সভায় প্রধান বক্তা ছিলেন এসএম মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা জহুরুল ইসলাম জহির। এছাড়া বক্তব্য রাখেন এসএম মজুর হোসেন মিলন, এসএম আফজাল হোসেন, আবুল হোসেন লাল্টু, হোসনেয়ারা বেবি, রুবেল গোমস্তাসহ আরও অনেকে।