দিনাজপুরের বিরামপুরে খেলনা ভেবে একটি গ্রেনেড নিয়ে খেলা করছিল কয়েকজন শিশু। পরে সেটি মুক্তিযুদ্ধকালীন সময়কার গ্রেনেড হিসেবে শনাক্ত হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের চরকায় বন বিভাগের অফিসসংলগ্ন একটি পুকুরপাড় থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
স্থানীয়রা জানান, প্রথমে এক নারী মাটির নিচে থাকা বস্তুটিকে খেলনা ভেবে লাথি দেন। পরে আশেপাশের কয়েকজন শিশু সেটি হাতে নিয়ে খেলতে থাকে। একপর্যায়ে বড়রা ঘটনাটি দেখে দ্রুত পুলিশকে খবর দেন।
স্থানীয় জামিরুল ইসলাম বলেন, বিকেলে কয়েকজন শিশু গ্রেনেডটি নিয়ে খেলছিল। পরে আমরা নিষেধ করলে তারা সেটি ফেলে রেখে যায়। এলাকার মুক্তিযোদ্ধা মংলা কর্মকার জানান, এটি সম্ভবত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়কার গ্রেনেড। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।